কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন সুন্দর রাখতে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি ফায়ার ও পাবজি গেম নিয়ন্ত্রণ নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে-এই গেম বন্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে।
করোনাকালে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঠিক তখনই কিশোর-কিশোরীরা ইন্টারনেটে এই খেলায় মেতে উঠেছে। এতে কিশোর বয়সেই শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা কথা শুনছে না, এমনটাই দাবি করছেন অভিভাবকরা।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ইন্টারনেটে নানা ধরনের গেম রয়েছে। এটা শুধু এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় রয়েছে, সবাই একযোগে কাজ করবে। কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্যসহ সকল বিষয়ে নিরাপদ রাখা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, গেম দুটি বন্ধে উদ্যোগ নিচ্ছি। এ বিষয়ে কাজ চলছে।
জানতে চাইলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধে কার্যক্রম শুরু হয়েছে। আশা করি শিগগিরই গেম দুটি বন্ধ হবে।
জানা গেছে, গেম দুটি বন্ধে শিক্ষা ও স্বরাষ্ট্র দুই মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। এসব গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করছে। হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই ধীরেসুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেওয়া হবে। এমনকি ভিপিএন ব্যবহার করেও যেন গেম দুটি খেলা না যায়, সেই ব্যবস্থাও নেওয়া হবে।