সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদত্ত উপহার ঘর নির্মাণ কাজ অগ্রগতি পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মো.আব্দুল ওয়াহাব ভুঞা।
রোববার বিকেলে অত্র ইউপির ফরকান্দাপুর গ্রামের সরকারি খাস জমির উপর ৪৮ লাখ টাকা ব্যয়ে ২৪ পরিবার বসবাসের জন্য নির্মিত পাকা ঘর নির্মাণ কাজ বিভাগীয় কমিশনার ঘুরে-ঘুরে পরিদর্শন করেন।কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.তৌহিদুল ইসলাম মন্ডল এসময় ২৪ পরিবারের জন্য একটি কবরস্থানের দাবী জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিভাগীয় কমিশনার তাৎক্ষণিক বিষয়টি জেলা প্রশাসককে কবর স্থান নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বন্দোবস্তসহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করার মত ব্যক্ত করেন।
পরিদর্শনকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন(প্রকল্প বাস্তবায়ন) বিভাগের উপ-প্রকৌশলী রাসেল আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।