গাইবান্ধা র গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ আটক ১ ,জন,২৩ মে ২০২১ইং বেলা অনুমান ১১.৪৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী, এসআই সেকেন্দার, জিয়াউর এএসআই পরিতোষ ও ইন্তাজুলদের সমন্বয়ে একটি টিম কামদিয়া ইউপির কামদিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী আসামি সোহাগ চৌধুরী (৩৫) পিতা মৃর্ত মান্নান চৌধুরী সাং কামদিয়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে তার নিজস্ব মুদি দোকান হতে ৫৫ পিস ইয়াবা সহ আটক করে।
উক্ত আসামি দীর্ঘদিন হতে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো। উদ্ধার কৃর্ত ইয়াবার মূল্য আনুঃ ১৬ হাজার টাকা।আসামির বিরুদ্ধে গাইবান্ধা ও জয়পুরহাট আদালতে আরো ৪ টি মাদক মামলা বিচারাধীন আছেন। আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।