1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ ‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রতিবন্ধী মহিলা নিহত পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পলাশবাড়ীতে এবার ৫৭ পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদ্যাপনে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন গাইবান্ধায় ‘স্কিল অ্যান্ড ইনোভেশন’ প্রতিযোগিতা বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জে সকল আন্দোলনকে উপেক্ষা করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন, বিপণন ও পরিবহণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২২ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলায় অন্যান্য উপজেলার ন্যায় সবচেয়ে বেশী গোবিন্দগঞ্জে প্রায় ৫০টির অধিক পয়েন্টে নির্বিচারে চলছে ড্রেজার দিয়ে নদী থেকে দিনে-রাতে অবৈধ ভাবে বালু উত্তোলন,বিপণন ও পরিবহন। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন,বিপণন ও পরিবহন। মাঝে মধ্যে লোক দেখানো কিছু অভিযান হলেও বালু উত্তোলন কারীরা কিছুই মনে করছেন না। যাদের নামে নিয়মিত মামলা হয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। জরিমানার করার পড়ে আবারো তারা বালু উত্তোলন ও বিপণন চালিয়ে যাচ্ছেন এদের খুঁটির জোর কোথায়? স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদেরকেন বিষয়টি দেখেও না দেখার ভান করেন। এই অদৃশ্য শক্তির ক্ষমতার উৎস কোথায় ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। স্থানীয়রা দাবী করেন সাংবাদিকের পর সাংবাদিক বালু পয়েন্টে আশে ম্যানেজ হয় আর চলে যায়। আইন যাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারে না সেখানে আপনাদের কি করণীয় তারা আরো দাবী করেন আমাদের যে ভোগান্তি সেই ভোপান্তিই সম্বল।
অবৈধ ভাবে নদী থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনে হুমকির মুখে বাড়ী ঘর,রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রন বাঁধ,ব্রীজ,মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বীরশহীদের গণকবরসহ ফসলী জমি,৩৩হাজার ভোল্ডের বিদ্যুতিক টাওয়ার। সরেজমিনে দেখা যায়, উপজেলার করতোয়া ও কাটাখালি নদীর রঘুনাথপুর বাধেঁ,শাকপালা বাঁধ এলাকায়, সাপমারা ইউপির কামারপাড়া, চকরহিমাপুর, সাহেবগঞ্জ,তালুককানুপুর ইউনিয়নের সমস্ পাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০টি পয়েন্টে চলছে ড্রেজার ও স্কাভেটর দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ড্রাম ট্রাক দিয়ে বালু পরিবহন। এসব পয়েন্টে ড্রাম ট্রাক,ট্রাক্টরের সারি বদ্ধ ভাবে আনা নেয়ার লম্বা লাইন দেখে যে কারো মনে হবে যেন অবৈধ ভাবে বালু উত্তোলনের মহাউৎসব চলছে। আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তঘাট নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য পড়েছে। অপরদিকে ধুলা স্তুপ পড়ে গেছে,ড্রাম-ট্রাক চলচল করলেই ধুলা এলাকার বসতবাড়ীতে ঢুকে বাসাবাড়ীতে থাকার অযোগ্য পরিবেশ হয়ে পড়েছে। অনেকেই এসব ধুলা বালির মধ্যে চলাচল করায় নানা ধরনের শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে।শুধু নয় সড়ক-মহাসড়ক দিয়ে বে-পরোয়া ভাবে ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচল করায় দুর্ঘটনাও ঘটছে। ক্ষতিগস্থ এলাকাবাসী তাদের চলাচলের রাস্তা,ঘাট,বন্যা নিয়ন্ত্রন বাঁধ নষ্ট হওয়ায় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় লিখিত অভিযোগ পত্র নিয়ে ঘুরছেন প্রশাসনের দ্বারে-দ্বারে। আর বালু দস্যূরা অসাধু কিছু লোকের সাথে আতাত করে নির্বিচারে বালু ব্যবসা করে আসছে। এখন এ এলাকায় অবৈধ বালু উত্তোলনের নিরাপদ জায়গা হওয়ায় এখানকার বালু রংপুরের পীরগঞ্জ,সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় যাচ্ছে।এই বালু উত্তোলনে শুধু ক্ষতিই নয় সরকার কোটি-কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন সাংবাদিকদের জানান, ইতিপূর্বে আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। এবং কিছু নিয়মিত মামলা দায়ের হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ সাংবাদিকদের বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী জোরদার অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া ও নলেয়া নদী হতে,সাদুল্লাপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে একই ভাবে বালু উত্তোলন ও বিপণন এবং তা ভারী যানবাহন দিয়ে পরিবহন করে চলেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft