গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহত্তর ঐক্যের পথে সাংবাদিকদের স্বার্থ রক্ষা, কার্যকর ও গতিশীল প্রেসক্লাব গঠনের লক্ষ্যে আলোচনা সভা শেষে সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (২১ মে) বেলা ৩টার দিকে হীরক কনভেনশন সেন্টারে উপজেলার অর্ধশতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক খোকন আহমেদকে সভাপতি ঘোষণা করে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক নূর আলম আকন্দ এবং পবিত্র গীতা পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক বাবু শ্যামলেন্দু রায় জিবু।
আলোচনা সভার শুরুতে উপস্থিত সকল সাংবাদিক নিজেদের পরিচয় প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে সম্প্রতি প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদের পাশাপাশি গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবকে গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এসময় প্রেস ক্লাবের পাশাপাশি গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে গোবিন্দগঞ্জে কর্মরত সাংবাদিকরা যাতে স্বাধীন ও বাধাহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করাসহ এবং গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সদস্য তালিকায় নবীন-প্রবীণ সকল বৈধ সাংবাদিকদের নাম অন্তর্ভূক্তির দাবিতে ঐক্যমতে পৌঁছায়। আলোচনা সভা শেষে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবকে সার্বজনীন করতে বৈধ সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে ১৮ সদস্যের একটি সমন্বয়ক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত প্রায় পঞ্চাশের অধিক সাংবাদিকদের সম্মতিতে গঠিত ১৮ সদস্যে সমন্বয়ক কমিটির আহবায়ক পদে খোকন আহমেদ, সদস্য সচিব পদে এস এম রাসেল কবির এবং সদস্য পদে রফিকুল ইসলাম রফিক, ফারুক হোসেন, মোস্তফা কামাল সুমন, আনোয়ারুল ইসলাম, এবিএস লিটন, ডিপটি প্রধান, উজ্জ্বল হক প্রধান, আলমগীর হোসেন, শাহ আলম সাজু, তাহেদুল ইসলাম, অজয় চাকী, শ্যামলেন্দু মোহন রায় জীবু, তারাজুল ইসলাম, রবিউল হাসান বিপ্লব, শরিফুল ইসলাম, মাহমুদ হাসান নাইম, আতিয়ার রহমানকে সিলেকশন করা হয়।
প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবকে ঘিরে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ একাধিক ভাগে বিভক্ত রয়েছে। সমন্বয়ক কমিটির সদস্যরা সকল বাঁধা বিভক্তি দূর করে সাংবাদিকদের ঐক্য গঠনের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।