
রংপুরে আসরিফা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রবিউলকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর মাহিগঞ্জ নাছনিয়ার বিল বস্তি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে মাহিগঞ্জ থানা পুলিশ। রবিউল ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মাহিগঞ্জ এলাকার রবিউল ইসলামের সঙ্গে আসরিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মনোমালিন্য ও ঝগড়া লেগেই থাকতো। তাদের ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। শুক্রবার বিকেলে ঝগড়ার এক পর্যায়ে রবিউল আসরিফাকে মারধর করেন। পরে সন্ধ্যার দিকে আসরিফার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে মাহিগঞ্জ থানা পুলিশ রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, রবিউল তার স্ত্রীকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।