মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর) ঃ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জের নিহত পরিবারের স্বজনদের কাছে বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মঙ্গলবার সন্ধার পুর্বে প্রতিটি পরিবারের বাড়ী গিয়ে এ সহায়তা প্রদান করেন । এ সময় উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, সাংগাঠনিক সম্পাদক ও পৌর কমিশনার সাইফুল আজাদ, বিএনপি নেতা নিক্সন পাইকার, ইয়াতিমুল হাসান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক তারেক মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন । দলীয় নেতা কর্মিরা এ সময় প্রয়াতদের কবর জেয়াত ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান ।
উল্লেখ্য গত শুক্রবার রাজশাহী শহরের উপকন্ঠে কাটাখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পীরগঞ্জের ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল ।
সাইফুল ইসলাম জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয় ।