
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলাসহ দেশব্যাপী ধর্মীয় উষ্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ও ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে মৌলবাদীদের তান্ডবের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বুধবার (৩১ মার্চ) সকালে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন কালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, সদস্য এম.এ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ ও কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের সহযোগিতায় হেফাজতে ইসলাম নামের একটি চক্র দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে তারা সহজ সরল মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। উগ্রমৌলবাদ প্রতিহত, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার আহবান জানান তারা।