গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা এলাকার সন্ত্রাসী আব্দুল্যা আল মামুন হাসানপাড়া গ্রামের হোটেল শ্রমিক গোলজার রহমান (৩০) কে গত ২৮ মার্চ রাতে তার বাড়ির রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে, বে-ধরক মারপিট করে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বর্তমানে গোলজার সেখানেই চিকিৎসাধীন রয়েছে। উক্ত মারপিটের ঘটনার প্রতিবাদে ৩০ মার্চ মঙ্গলবার দুপুরে হাজার হাজার এলাকার নারী-পুরুষ ত্রাস সৃষ্টকারী মামুনের বিচারর দাবীতে ধাপেরহাট বন্দরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাবলু মাষ্টার, সাবেক ছাত্রলীগ নেতা আনম আতিকুজ্জামান রিমেল, সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শরিফুল ইসলাম সহ ভুক্তভোগীগণ।
বক্তারা, অবিলম্বে ধাপেরহাটের ত্রাস সৃষ্টকারী সন্ত্রাসী আব্দুল্যা আল মামুন কে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।