স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিবাদ ও মৌলবাদের মদতদাতা হেফাজত ইসলামের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আজ হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন-
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে মুহুর্তে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অপকর্মসহ বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করতে হবে। বাংলার মাটিতে উন্নয়নে ধারা যারা বিরোধিতা করবে তাদের স্থান গোবিন্দগঞ্জের মাটিতে হবে না ,আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দেশকে ডিজিটাল দেশ রূপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা রাজপথে লড়াই করে যাব। এখানে কেউ যদি এসে বাধা প্রদানের চেষ্টা করে , তার দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা সর্বদাই প্রস্তুত। গোবিন্দগঞ্জের মাটিতে আর কোনো নাশকতা করতে দেয়া যাবে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহমান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান নজমু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রধান শাহিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান প্রধান, সাধারন সম্পাদক জাহিদুর রহমান প্রধান তুহিন, সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি রেজানুর রহমান, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।