দক্ষিণপশ্চিম নাইজারের একাধিক গ্রামে সন্দেহভাজন জিহাদি হামলায় ১৩৭ জন মারা গেছেন বলে সরকারি মুখপাত্র জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটাই নাইজারে সব চেয়ে বড় হামলার ঘটনা। সরকারি মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারীদের নির্মম আক্রমণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
সোমবার হামলা ও হতাহত হওয়ার তথ্য জানিয়ে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুরহমান বলেন, সংশ্লিষ্ট এলাকায় সরকার নিরাপত্তা জোরদার করবে। কাপুরুষোচিত ও অপরাধমূলক এ কাজে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।
এদিকে, স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, মালি সীমান্তের কাছের গ্রামগুলোতে বন্দুকধারীদের নির্বিচারে গুলি চালিয়েছে। গুলি চালানোর সময় তারা কোনো বাছবিচার করেনি। সরকার এই নৃশংসতার নিন্দা করছে। সরকারের মতে, যারা এই কাজ করছে, তাদের আইন বা কোনো ধর্মে বিশ্বাস নেই।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিন জাতীয় শোক পালন করা হবে। এই এলাকায় আরো নিরাপত্তা বাহিনী পাঠানো হবে। যারা এই আক্রমণ করছে, তাদের শাস্তি দেওয়া হবে।