গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পিএইচএসএ, রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্র, আরপিউকে’র আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক মেহেদী আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহমান প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।