গাইবান্ধার পলাশবাড়ীতে লন্ডন থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘London Times’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ৯ মার্চ শুক্রবার ১ সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‘সত্য প্রকাশে নির্ভীক’ স্লোগানে লন্ডন থেকে প্রথম গুগল নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে ২০১৬ সালের ১৬ মার্চ যাত্রা শুরু করে ‘London Times’। বাংলাদেশে প্রায় শতাধিক সংবাদকর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে এ নিউজ পোর্টালটি। ঘটে যাওয়া নানান ঘটনা সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত সংবাদ প্রকাশ করে পাঠকদের নজর কাড়তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল লন্ডন টাইমস ৷
London Times এর রংপুর বিভাগীয় প্রতিনিধি আশরাফুজ্জামান সরকার এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রবিউল হোসেন পাতা ৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী পৌর মেয়র এর পক্ষে প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু নির্মল কুমার মিত্র পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন ৷
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ বলেন, পাঠকদের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দিতে নিউজ পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লন্ডন টাইমস নিউজ পোর্টালগুলোর মধ্যে অন্যতম ৷ লন্ডন টাইমস এর এ অগ্রযাত্রাকে সর্বদাই সাধুবাদ জানাই ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল হোসেন, আইন সম্পাদক এ্যাড. আবেদুর রহমান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক বিদূষ রায়, কার্যনির্বাহী সম্পাদক আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, সরকার লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কবির, সাংবাদিক ফজলার রহমান, হামিদুল হক মন্ডল, শাহারুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।