
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় এক অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার দ্বারিয়াপুর এলাকার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী।
নিহতরা হলেন-শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়া এলাকার আজগর আলীর ছেলে সাকিব (১৭), একই এলাকার মো. আজাদের ছেলে রাশেদুল (২৬) ও শক্তিপুর এলাকার মো. আমজাদের ছেলে অটোরিকশার চালক আশিক (২০)।
ওসি বলেন, অটোরিকশাটি বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটেরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।