গাইবান্ধার গোবিন্দগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ-এর সাথে জনপ্রতিনিধি, জনসাধারণ, সরকারী কর্মকর্তা, সুধীবৃন্দ ও সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলার জনপ্রতিনিধি, জনসাধারণ, সরকারী কর্মকর্তা, সুধীবৃন্দ ও সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধানের সভাপত্বিতে প্রথমে পরিচিতি পর্ব শেষে উপস্থিত ব্যক্তিবর্গের সমন্বয়ে উপজেলার বিভিন্ন সমস্যা এবং সমস্যা উত্তোরনের উপায় সমন্ধে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মোশায়েক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিচিতি ও মতবিনিময় শেষে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।