আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের মালি সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, সোমবার চারটি গাড়ি দেশটির তিলাবেরি অঞ্চলের একটি বাজার থেকে লোকজনকে নিয়ে ফেরার সময় বন্দুকধারীরা সেগুলোর ওপর গুলি ছোড়ে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, নাইজারে বর্তমানে দুটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে। এর একটি দেশটির পশ্চিমাঞ্চলীয় মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী এলাকায় ও অপরটি দক্ষিণপূর্বে নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে।
নাইজেরিয়ার সরকার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, বানিবানগৌয়ের সাপ্তাহিক বাজার থেকে চিনেদোগার ও দারেই-দায়ে গ্রামে যাত্রীদের নিয়ে ফেরার সময় অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা চারটি গাড়ির গতিরোধ করে। তাদের বর্বর আক্রমণে ৫৮ জনের মৃত্যু হয়, একজন আহত হন; তারা বেশ কয়েকটি শস্য গুদাম ও দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং আরও দুটি গাড়ি জব্দ করেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে নাইজার সরকার। সেইসঙ্গে সব ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অব্যাহত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে সরকার ‘নজরদারি বাড়ানোর’ জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে চিনদোগারের দিকে যাওয়ার সময় একটি বাসে হামলা চালানো হয়, তাতে প্রায় ২০ জন নিহত হন। আরেক বাসিন্দা জানান, নিহতরা মালি সীমান্তের নিকটবর্তী বাজারের শহর বানিবানগৌয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন।