গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী ইকরামুল হক নামে একজনকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, ১১ মার্চ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, এএসআই ইসমাইল ও মোহাম্মদ আলীদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন কোঁচাশহর ইউপির শক্তিপুর গ্রামের ইকরামুল হকের বসতবাড়ীতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা (কুখ্যাত গাঁজা ব্যবসায়ী) ইকরামুল হক (৩৯) পিতা আঃ- সাত্তার গ্রাম- শক্তিপুর থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা কে শয়ন কক্ষের তোষকের নিচ হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১ কেজি গাঁজাসহ আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের আরও ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ১০ হাজার টাকা।