
২৩ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার জীবননগরে অনলাইন চ্যানেল ‘৭১ বাংলা’ টিভির কথিত সাংবাদিক মিলন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে জীবননগর পৌর শহরের অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতার মিলন জীবননগর পৌর শহরের রাজনগর পাড়ার আইজউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফকির ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরে মাদক বিরোধী অভিযান চালান। এসময় তারা ভুয়া সাংবাদিক মিলনকে ২৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।