
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবীলীগ কমিটি বহিরাগতদের নিয়ে গঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৭ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগ সভাপতি মমিরুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট এ ইউনিয়ন কমিটি ঘোষণা করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী মৎসজীবীলীগ গত ১৭ ফেব্রুয়ারি হোসেনপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবীলীগ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি প্রকাশ হওয়ার পর এ কমিটিতে অধিকাংশ সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ সমর্থক নয়, ব্যক্তিস্বার্থে ও সুবিধা আদায়ে পাশ্ববর্তী উপজেলা গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের কয়েকজন বহিরাগতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল বলেন, আওয়ামীলীগের প্রায় সব কমিটিতেই বিতর্কিত লোকজন আছে। আমাদেরতো অঙ্গ সংগঠন। হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজনুর রহমান মাষ্টার বলেন, যেহেতু ঘোষিত কমিটিতে সদস্যদের পিতা ও গ্রামের নাম উল্লেখ নেই সেহেতু উক্ত কমিটির সদস্যগণ অন্য উপজেলার বা অন্য দল জামায়াত/বিএনপি’র হতে আগত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা জানান উপজেলা সাধারণ সম্পাদক আনিছুর রহমান একাদিক মাদক মামলার আসামী তার কাছে এর চাইতে ভালো কমিটি আশা করা যায় না। যেহেতু ২৫টি গ্রাম নিয়ে হোসেনপুর ইউনিয়ন গঠিত সেহেতু উক্ত ইউনিয়নের প্রতিটি এলাকা হতেই ত্যাগী, সৎ, পরিশ্রমী, সাংগঠনিক এবং আওয়ামী পরিবারের সন্তানদের নিয়ে পূনরায় কমিটি গঠন করা দাবী জানান ইউনিয়নের সচেতনমহল।