গাইবান্ধায় জেলা প্রশাসকের ঘরোয়া আয়োজনে গোবিন্দগঞ্জের ইউএনও রামকৃষ্ণ বর্মনের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তার বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া। বুধবার ১০ মার্চ রাত ৮টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
প্রসঙ্গত, রামকৃষ্ণ বর্মণ গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বছর ছয় মাস দায়িত্ব পালণ করেন।