এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে গম সংগ্রহের সময় কৃষক না থাকায় গম সংগ্রহ উদ্বোধন করেননি উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া।
সোমবার আনুষ্ঠানিকভাবে গম সংগ্রহ উদ্বোধনের আয়োজন করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানা বেগম। প্রধান অতিথি হিসেবে ইউএনও উদ্বোধন করতে গিয়ে তালিকা মোতাবেক কৃষকের নাম ধরে ডাকলে কোন কৃষক উপস্থিত না হওয়ায় উদ্বোধন না করে চলে যান। এ সময় শুধু ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সরকারিভাবে কৃষকের হাত থেকে সরাসরি গম ক্রয়ের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। যার কারণে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল হতে বঞ্চিত হচ্ছে। তবে একটি সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় বাড়ি থেকে কৃষক ডেকে নিয়ে এসে গম সংগ্রহ উদ্বোধন করেছেন ইউএনও। খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গা খাদ্য গুদামে সরকারিভাবে ১৯৩ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানাজ বেগম জানান- তালিকা মোতাবেক ব্যবসায়ীদের মাধ্যমে কৃষকদেরকে খাদ্য গুদামে আসতে বলা হয়েছে। কিন্তু তালিকা মোতাবেক কোন কৃষক উপস্থিত না থাকায় ইউএনও স্যার গম সংগ্রহ উদ্বোধন না করে চলে যান এবং কৃষককে ডেকে আনতে বলেন। উপজেলা খাদ্য কর্মকর্তা হালিমুর রহমান জানান-আমি গত দু’দিন আগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদান করেছি। কৃষকের তালিকা সংক্রান্ত বিষয়ে আমি কিছু জানি না। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সব কিছু করেছে।