গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে।
৮ মার্চ সোমবার উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বঙ্গবন্ধু হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদাউসী, থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নারী সংগঠনের নেত্রীসহ উপজেলার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও উপজেলা প্রশাসনের সাথে সরকারের উন্নয়ন কাজক্রম অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, নারীদের সংসারের পাশাপাশি কর্মমুখী জ্ঞান অর্জনে প্রশিক্ষণ নিয়ে টিম ওয়ারি উদ্যোগ গ্রহনের আহবান জানান এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাবলম্বী হতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।