গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করেন বাংলাদেশ কৃষকলীগ সাধারন সম্পাদক ও (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।
৫ মার্চ শুক্রবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধনের সময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি জাকারিয়া খন্দকার, আব্দুল জলিল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের সর্বসাধারণ উপস্থিত ছিলেন।