
রাজশাহীর বাঘা উপজেলায় ভরণ-পোষণ আইনে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা হাওয়া বেগম (৬৫)।
আজ শুক্রবার অভিযুক্ত মানিক উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বাঘা থানায় ওই মামলাটি দায়ের করা হয়।
জোরপূর্বক মায়ের কাছ থেকে জমি লিখে নেওয়ার চেষ্টা ও সন্তানের বেধড়ক মারধরে আহত হওয়ায় থানায় মামলাটি দায়ের করেছেন তিনি।
স্থানীয়রা জানান, দুই ছেলে এবং দুই মেয়ে রেখে হাওয়া বেগমের স্বামী ১৫ বছর আগে মারা যান। স্বামী মৃত্যুর সময় হাওয়া বেগমের নামে ২ একর ৭৩ শতাংশ জমি রেখে যান। পরবর্তীতে মেয়ে দুইটার বিয়ে দেওয়া হয়। বর্তমানে এই জমি জোরপুর্বক ভোগ দখল করছেন তার বড় ছেলে মানিক। মানিক তার মাকে ভরণ-পোষণ তো দেনই না উল্টো জমি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক মারধর করতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মানিক তার মায়ের নামে থাকা সম্পত্তি জোরপূর্বক লিখে নিতে চান। কিন্তু তার মা জমি লিখে না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে তাকে বেধড়ক পেটান। এতে বেশ আহত হন হাওয়া বেগম। পরবর্তীতে নিরুপায় হয়ে মা তার মেয়ে ও জামাইকে সঙ্গে করে বাঘা থানায় ভরণ-পোষণ আইনে তার ছেলে মানিকের নামে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত আসামি মানিককে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আতালতে সোপর্দ করা হবে।