গাইবান্ধায় মাদক মামলায় বগুড়া জেলার শিবগঞ্জের চণ্ডিহারা গ্র্রামের রবিদাসকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
বুধবার (৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীফ কুমার ভৌমিক এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ নভেম্বর জেলার পলাশবাড়ি উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে একটি বাস থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রবিদাসকে আটক করে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরের দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশের এসআই সাজু মিয়া বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্তে প্রমাণ পায় সে মাদক ব্যবসায়ী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে এ ফাঁসির আদেশ দেন বিচারক। সেই সাথে এক লাখ টাকা অর্থদন্ডেরও নির্দেশ দেন।