
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা নির্বাচন অফিসের আয়োজনে গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সকালে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস চত্বরে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটারকরণ ও ভোটার স্থানান্তরকরণ কাজের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এ সময় জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ ও উচ্চমান সহকারী ইউলাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার সাতটি উপজেলায় পৃথক পৃথকভাবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।