
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উলিপুর-চিলমারী সড়কের যোগীপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
উলিপুর থানার এসআই মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশু ফাহিমের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের হাফিজ মিস্ত্রীর স্ত্রী ফুলমতি তার শিশু পুত্র ফাহিমকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি জমিতে নিরানীর কাজ করতে যাচ্ছিল। এ সময় যোগীপাড়া নামক স্থানে সড়ক পাড়াপাড়ের সময় রংপুরগামী একটি ট্রাক যার নম্বর ( ঢাকা -মেট্রো-১৫ -৩৪৯৮) শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর বলেন, চালক রোকন আলী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠগড়া গ্রামের মোবারক আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।