
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনে সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ গোল চত্ত্বরে বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন এবং গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল, মনোয়ারা বেগম, গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার জাকারিয়া জাহিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতায় কিনিক্যাল ফিজিওথেরাপী ডা. ফরিদা ইয়াসমিন ও সহকারী ফিজিওথেরাপী এসএম আছ-হাবিল আলম।
উল্লেখ্য, মোট আবেদিত œ ২০জন বিভিনপ্রতিবন্ধীর মধ্যে ১৫জনকে হুইল চেয়ার, ১জনকে স্মার্ট সাদা ছড়ি এবং অপর ১জনকে হেয়ারিং এইড প্রদান করা হয়।