গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টরের (কাঁকড়া) ধাক্কায় বাইসাইকেল আরোহী আঃ কুদ্দুস মিয়া (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের মৃত দিয়ানত উল্লাহ ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আঃ কুদ্দুস মিয়া বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ঝিনিয়ার বাজার যাচ্ছিলেন। ভাজন ব্যাপারীর হাটখোলার দক্ষিণে নিজাম মাষ্টারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর (কাঁকড়া) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলা ট্রাক্টর মালিক ও শ্রমিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম জানান, ট্রাক্টর নয়, ডিজেলচালিত শ্যালো মেশিনের তৈরি ভটভটির ধাক্কায় ওই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে এসআই রায়হানুজ্জামানসহ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।