কোতয়ালী থানায় মাসিক অপরাধ সভায় এসপি বিপ্লব কুমার সরকার, হুশিয়ারি উচ্চারণ করে থানার ওসিসহ অন্যান্য সকল অফিসারদের উদ্দেশ্যে বলেন, থানায় সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার হলে ওসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার ২২ ফেব্রুয়ারী সকাল ১১টায় কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও অাইন শৃংখলা পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম।
কোতয়ালী থানার মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় তিনি আরও বলেন, থানা হবে মানুষের সেবার কেন্দ্রস্থল, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারেন, কিন্তু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কী করতে হবে বুঝিয়ে বলুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। থানায় এসে হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, এই প্রয়াস যেন অব্যাহত থাকে। থানায় এসে মানুষ যদি ভালো ব্যবহার পায়, পুলিশের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে। এতে পুলিশের ওপর মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গা আরও বাড়বে।
পুলিশ সুপার রংপুর আরও বলেন, মাদক, জঙ্গিবাদ বিরোধী অভিযান আরও জোরদার করার জন্য ও থানার ওসিদের বিশেষ নির্দেশনাসহ গণমুখী বিট পুলিশিং সেবা নিশ্চিত করা ও সাধারণ জনগণ যাতে বিট পুলিশিং সেবা এবং থানায় গিয়ে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান।
মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় কোতয়ালী থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, থানার সকল অফিসার ফোর্সদের নিয়ে অপরাধ দমন, গণমূখি বিট পুলিশিং সেবা, ওয়ারেন্ট তামিল, মাদকচক্র ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
রংপুর জেলা পুলিশের কোতয়ালী থানার আয়োজনে অপরাধ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, আবু তৈয়ব মোঃ অারিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেলসহ থানার অন্যান্য অফিসারগণ।