গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বকশীগঞ্জ বোয়ালীদহ গ্রামের শাহ আলমের কন্যা স্থানীয় এ,কে উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী শারমিন আকতারকে অপহরন করা হয়েছে। অপহরনের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অপহৃতা শারমিনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযোগ সূত্রে জানাগেছে- গতকাল রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে শারমিন ভ্যাপসা গরমের কারনে বাড়ীর বাহিরের রাস্তায় গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা চকশারাই গ্রামের ফারুক মিয়ার পুত্র বখাটে যুবক ফিরোজসহ কয়েক জন সহযোগী মটর সাইকেল যোগে শারমিনকে জোরপূর্বক অপহরন করে নিয়ে ধাপেরহাট অভিমুখে চলে যায়। শারমিনের পিতা শাহ আলম জানান দির্ঘদিন থেকে তার মেয়ে স্কুলে যাতাযাত কালে বখাটে ফিরোজ তাকে বিবাহ করার প্রস্তাবসহ বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিল। ফিরোজের কুপ্রস্তাবে শারমিন রাজি না হওয়ায় তাকে জোরপুর্বক অপহরন করে নিয়ে গেছে। এঘটনায় ফিরোজ, শফিকুল, স্বপন, বুলুসহ ৫/৬ জনকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি অপহরনের মামলা দায়ের হয়েছে। সাদুল্লাপুর থানার অফিসার ইনজার্চ ফরহাদ ইমরুল কায়েস জানান, অপহরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেয়ে তদন্ত চলছে।