
গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাব এর সভাপতি রবিউল ইসলাম পাতা ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতনের নেতৃত্বে মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় অনান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদাউছ মিয়া,ছাইদুর রহমান প্রধান, নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম শেখ, আশরাফুজ্জামান সরকার, নুর মহব্বত,
সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আঃ মান্নান শেখ রানা, আইন বিষয়ক সম্পাদক আবিদুর রহমান সবুজ,কার্যকরী সদস্য ফজলুল হক দুদু, শাহ আলম সরকার, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আল মাহমুদুজ্জামান, সরকার লুৎফর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম,ফজলার রহমান, শাহারুল ইসলাম,আল কাদরি কিবরিয়া সবুজ, কাজী নজরুল ইসলাম, মিলন মন্ডল, মাসুদ রানা, ফেরদৌস রহমান, আসলাম আলী ও জাহাঙ্গীর আলম সবুজ প্রমূখ।
উল্লেখ্য সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদায় শান্তিপূর্ন পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের স্মরণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগ, পৌর মেয়র ও কাউন্সিলরগণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ,পলাশবাড়ী প্রেসক্লাব,থানা পুলিশ, উপজেলা কৃষকলীগ, উপজেলা আওয়ামী প্রচারলীগ, উপজেলা শ্রমিকলীগ, গাইবান্ধা জেলা বাস- মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, বিএনপি, জাতীয় পাটি, জাসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, মৎস্য জীবিলীগ, মহিলা অাওয়ামীলীগ, যুব মহিলালীগ ছাত্রলীগ, রিক্সা- ভ্যান শ্রমিকলীগ, দলিল লেখক সমিতি, শিক্ষক সমিতিসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবদেন করা হয়।
দিবসটি পালনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করে উপজেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনা সভা,চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে মসজিদ- মন্দীরসহ সকল উপাশানালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়|