এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান-মাজেদুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান- আবু সোলায়মান সরকার সাজা, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, থানা অফিসার ইনচার্জ-আতিয়ার রহমান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সোলায়মান হোসেন, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি চেয়ারম্যান- মনোয়ার আলম সরকার, ছামিউল ইসলাম প্রমূখ। সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা শহরকে যানজট মুক্ত, ছিনতাইকারীদের কবল হতে ক্রেতা-বিক্রেতাদের হেফাজতে শহরের অতিরিক্ত পুলিশি টহল রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মাদক, বাল্য বিয়ের ব্যাপারে সর্তক থাকার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সকল ইউপি চেয়ারম্যানকে বিশেষভাবে অনুরোধ করেন। এর আগে ভিডিও কনফান্সের মাধ্যমে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ।