গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচারশহরে দুটি গোডাউন থেকে ৫শ’ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় দুটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে কোচারশহরে অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী এবং গাইবান্ধা র্যাব-১৩ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এসময় কোচারশহরের নিপা হোসেয়ারী এবং মেসার্স আবু সাইদ স্টোর নামক দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, পরিবেশের ভারসাম্য নষ্টকারী যে কোনো উপাদান, বস্তু বা নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সরবরাকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।