১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত সরকার আয়োজিত প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়কগুলো ঘুরে ফের দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সেখানে যুবলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সংগঠনের জেলা সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ হারুন ও মুকুল মিয়া, পৌর যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ পলাশ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম পলাশ ও রকি দেব প্রমুখ।