গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মরত ডিএসবি আব্দুল কাফি সরকার ১১ জুন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শোলাগাড়ি (আমিনার ভিটা) এলাকার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে—- রাজিউন)।
১২ জুন সোমবার বাদ জোহর মরহুম আব্দুল কাফির নিজ বাসভবন সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী ইউনিয়নের মেছট গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম আব্দুল কাফি সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী ইউনিয়নের মেছট গ্রামের মৃত লাল মিয়ার দ্বিতীয় পুত্র মৃত্যুকালে তার তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।