
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০৭ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ এর নেতৃত্বে একটি টিম কোমরপুরহাট এলাকা হতে দুই জনকে আটক করে। এসময় মটরসাইকেলে বিশেষ কৌশলে রাখা ও ব্যাগ হতে ২০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানায় যায়, পলাশবাড়ী থানাধীন ৪নং বরিশাল ইউপির ৯নং ওয়ার্ডের ভগবানপুর মৌজাস্থ কোমরপুরহাটে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজেদুল ইসলামের বাসার সামনে কোমরপুরহাট হতে ঠুটিয়াপাকুরগামী পাঁকা রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের একজন বগুড়া জেলার মধু মাঝিড়া গ্রামের মঞ্জুরুল আলম খন্দকারের ছেলে মানিক খন্দকার (২৫) ও গাইবান্ধার পলাশবাড়ীর ভগবানপুর গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে জিয়ারুল মন্ডল (২৩)।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ এ প্রতিনিধিকে দুই জন মাদক ব্যবসায়ী, ২০৭ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।