বালাসী-বাহাদুরাবাদ ঘাটে টানেল নির্মাণ, গণমাধ্যম কর্মীদের তৎপর হতে আহবান জানালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এ কথা বলেন গাইবান্ধার এই কৃতি সন্তান। তিনি উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে আন্তরিক হতে গণমাধ্যম কর্মীদের তৎপরতা বাড়ানোর আহবান জানান।
তিনি বলেন, উত্তরাঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বিশেষণে আখ্যায়িত না করে এ এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নত ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। আর এজন্য গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে বলেন। এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বালাসী-বাহাদুরাবাগ ঘাট টানেল নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরতে বলেন।