
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে মোটর সাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ চালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার খালাশপীর-কুমেদপুর সড়কের আমজাদিয়া হোটেলের সন্নিকটে বাঁশ হাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বাইসাইকেল চালক পার্শ্ববর্তী বড়আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া গ্রামের মৃত. ইউসুফ মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন (৬৫) এবং মোটর সাইকেল চালক দিনাজপুরের বিরামপুরে ফায়ার সার্ভিস ষ্টেশনে কর্মরত ও পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আসাদুল হক (২৮)। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে- দুর্ঘটনার সময় মোটর সাইকেল চালক বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা বাইসাইকেল চালকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত ২ চালকের মৃত্যু ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের স্বজনরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।