ক্ষমতাচ্যুত অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে ভেঙে দিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কার্যালয় গুড়িয়ে দেয়া হয়।
এনএলডির ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাত সাড়ে ৯টার দিকে সেনারা তল্লাশি চালায় এবং এনএলডি-এর হেডোয়ার্টার ভেঙে দেয়। তবে এ নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
এ দিকে মিয়ানমারের রাজধানী নেপিডোতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি চালিয়েছে। পুলিশ প্রতিবাদকারীদের চলে যেতে বললেও তারা প্রত্যাখ্যান করে, এরপরই তাদের ওপর জল কামান থেকে পানি ছোড়া হয়। জল কামান প্রয়োগ ও ঠেলে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে পুলিশ ফাঁকা গুলি চালানো শুরু করে।
তবে এখন পর্যন্ত ভিড়ের ওপর গুলি চালানো হয়নি বলেও জানিয়েছেন তারা। জন সমাগমের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। টানা চতুর্থ দিনের মতো বিভিন্ন শহরে সমবেত হয়ে সেনা শাসনের প্রতিবাদ জানাচ্ছেন তারা। তবে পুলিশও ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।