গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা প্রদানের শুভ উদ্বোধন গতকাল ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত টিকা প্রদানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পলাশবাড়ী পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা মেডিক্যাল অফিসার মোনতাসের মামুন শুভ, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স, কর্মচারীগণ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে যৌথভাবে টিকা গ্রহন করেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোনতাসের মামুন শুভ দৈনিক আলোকিত সকাল পত্রিকার এ প্রতিনিধিকে জানান, প্রথম পর্যায়ে বরাদ্দ অনুযায়ী উপজেলায় ৩৭০৫ জনকে কোভিট-১৯ করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে।