গাইবান্ধায় প্রথম ব্যক্তি হিসেবে ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর হাসপাতালে জেলা প্রশাসক আবদুল মতিন কোভিট-১৯ করোনা ভাইরাস টিকা গ্রহণ করলেন। জেলা প্রশাসক কর্তৃক টিকা গ্রহনের মাধ্যমে জেলায় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
টিকা গ্রহণের পরে জেলা প্রশাসক আবদুল মতিন কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসনের পক্ষ হতে গাইবান্ধার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান নির্ধারিত পদ্ধতিতে “সুরক্ষা” অ্যাপের ম্যাধমে নিবন্ধন করে কোভিড- ১৯ টিকা গ্রহণ করুন এবং অন্যকে টিকা গ্রহণে উৎসাহিত করুন। নিজে সুরক্ষিত থাকুন পাশ্ববর্তী সকলকে সুরক্ষিত রাখুন।