গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইল কন্ফারেন্সে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এরপর প্রথম টিকা গ্রহনের মাধ্যমে এ উপজেলায় টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মন।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, অফিসার ইনচার্জ তদন্ত আফজাল হোসেন অন্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, নার্সসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।