গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে শ্বশুরের ঘুষিতে প্রাণ গেল এক ঘরজামাইয়ের। প্রাণ হারানো ওই জামাইয়ের নাম আনছার আলী (৫৫)। সে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আনছার আলী বেংগুলিয়া গ্রামের চাঁন মিয়া সর্দারের মেয়ে হামিদাকে বিয়ে করে স্ত্রী ও ৬ সন্তানসহ ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে নানা চাঁন মিয়া (৭৫) আনছার আলী এক ছেলেকে নিয়ে কাজের জন্য ঢাকায় যান। সেখানে কিছুদিন কাজ করে বাড়িতে ফিরে আসে। নানা-নাতির কাজের টাকা ভাগ-বাটোয়ারায় জমাই শ্বশুরের মাঝে কথা কাটাকাটি হয়। এসময় শ্বশুর জামাইকে কিল-ঘুষি মারলে জামাই আহত হয়। স্থানীয়রা জামাই আনছার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্ত্রী হামিদা বেগম বাবা চাঁন মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।