
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাছে বেঁধে স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে এ নির্যাতনের শিকার হন তিনি।
গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ঘাগটিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঘাগটিয়া গ্রামের সামু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন ও গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলাম।
আজ মঙ্গলবারবিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার এসআই দীপঙ্কর বিশ্বাস বলেন, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আখতারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে। নির্যাতিত সাংবাদিক কামাল হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।