জরুরি অবস্থার মেয়াদ শেষে মিয়ানমারে নতুন করে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং।
আজ সোমবার ভোরের দিকে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেনাবাহিনীর মুখপত্র মায়াবতী টেলিভিশনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
সকালের দিকে সামরিক বাহিনীর এক বিবৃতিতে দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে নেওয়ার এবং এক বছরের জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়। দেশটির সেনাবাহিনীর প্রধান বলেছেন, নির্বাচনে জয়ীর হাতে ক্ষমতা হস্তান্তর করবে সামরিক বাহিনী।
দেশটির নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিয়ন্ট সোয়ের সঙ্গে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের (এনডিএসসি) এক বৈঠকে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং বলেন, দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেনাবাহিনী এখন ২০০৮ সালে সেনারচিত খসড়া সংবিধানের বিধি-বিধান এবং বিদ্যমান আইন বাস্তবায়ন করবে। দেশটির নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে এর আগে রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) ক্ষমতাসীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।