গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি। তিনি নারিকেল গাছ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১১ হাজার ১৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আহমেদ পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট।
এ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত খন্দকার জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৫হাজার ৩৯ ভোট। ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ২৯ হাজার ৯৮১। এর মধ্যে ভোট দিয়েছেন ২২ হাজার ৩৪৭ জন ভোটার। ভোট প্রদানের শতকরা হার ৭৪ দশমিক ৫৪ ভাগ।
গতকাল ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহিলাদের পাশাপাশি পুরুষ ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোবাইল প্রতীকে জহুরা বেগম পেয়েছেন ৫০ ভোট এবং পাখা প্রতীকে আনিছুর রহমান পেয়েছেন ২১৮ ভোট।