গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর (কাঁকড়া’র) চাপায় মোস্তফা ব্যাপারী মধু (১৪) নামে এক যুবকের মার্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে। নিহত মোস্তফা ব্যাপারী মধু পবনাপুর ইউপি’র বরকতপুর গ্রামের মৃত: মকবুল হোসেন ব্যাপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নিহত মোস্তফা ব্যাপারী ট্রাক্টর (কাঁকড়া’র) হেলপার হিসেবে দায়িত্ব পালণ করছিলেন। পথিমধ্যে পলাশবাড়ী- হরিণাবাড়ী আঞ্চলিক সড়কের ফকিরহাট কওমী মাদ্রাসার সামনে ট্রাক্টর (কাঁকড়া’র) ড্রাইভারের বেপরোয়া ভাবে চালানোর সময় হঠাৎ ব্রেকে ছিটকে গিয়ে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মার্মান্তিক মৃত্যু হয়। এঘটনার পর নিহত যুবকের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।
পলাশবাড়ীর হরিণাবাড়ী পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার এ প্রতিনিধিকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।