গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের লক্ষে আইন শৃংখলা বাহিনীর ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত ব্রিফ্রিং এ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের সঞ্চালানায় সহকারী রিটানিং অফিসার আবু সৈয়দ, উপজেলা আনসার ভিডিপি অফিসার আসাদুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সদস্যগণ প্যারেডে সুশৃখল ভাবে অংশ গ্রহন করাতে পুলশ সদস্যদের দিক নির্দেশনা দেন ওসি তদন্ত আফজাল হোসেন ও এস আই আরিফুল ইসলাম।
এসময় প্যারেড ব্রিফিং-এ বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।