
গাইবান্ধায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে জেলা স্থায়ী শুমারি কমিটির অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা ২০২১-এর জোনাল অপারেশ (১ম) উপলক্ষে জেলা স্থায়ী কমিটির সভা জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে অবহিতকরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জেলা স্থায়ী শুমারির সদস্য সচিব মো. এনামুল হক, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, ডিসিসি-২ ফিরোজ সরদার ও জেলা পরিসংখ্যান সহকারী রাজু মিয়া প্রমুখ।
সভায় আদমশুমারী থাকলেও জনশুমারী নেই এটা শুধুমাত্র গৃহগননা নামে পরিচিত। জনশুমারীর জড়িপ করার জন্য জোনাল অফিসার নিয়োগ করা হয়েছে ইউনিয়ন ভিত্তিতে যাতে করে সমাজের অসহায় ও বিধবা ইত্যাদির সঠিক তথ্য সংরক্ষণ করতে পারা যায়। (জনশুমারি আয়োজন সমৃদ্ধি ও উন্নয়ন জুন শুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন) তারা শ্রেণীপেশার মানুষের সকল তথ্য সংগ্রহ করে সমাজের অবহেলিত জনমানুষের সংখ্যা নির্ধারণ করে আসছেন এবং তাদেরকে সাহায্যে ও সহোযোগিতা করে আসছেন।